ইনকিলাব ডেস্ক : ভারত শাসিত কাশ্মিরে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও মারা যান। গত সোমবার ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডেইলি মেইল। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র এনএন জোশি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্দুকযুদ্ধে ২ জন সীমান্ত বাহিনীর সদস্য ও একজন সন্ত্রাসী নিহত হয়েছেন। ডেইলি মেইল জানায়, কয়েকটি বিদ্রোহী গ্রুপ কয়েক দশক ধরে ওই অঞ্চলে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। এজন্য ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে ১৯৮৯ সাল থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ডেইলি মেইল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন