বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বেকারত্ব দিবস পালিত হলো মোদির জন্মদিনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

একদিকে বিরাট কোহালি, অমিতাভ বচ্চন, শাহরুখ-সালমান-আমির খান, চেতন ভগৎ। অন্যদিকে দেশের আমজনতা। সেলিব্রিটিরা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছেন, আমজনতা সেই টুইটারে দাবি তুললেন- ‘চাকরি চাই’। বেকারত্ব থেকে মুক্তি পেতে অর্থনীতির উন্নতি চাই। চাই সীমান্তে নিরাপত্তা। দিনের শেষে সংখ্যার বিচারে #হ্যাপিবার্থডেমোদিকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে #ন্যাশনালআনপ্লয়মেন্টডে। বৃহস্পতিবার ছিল মোদির ৭০তম জন্মদিন। অতীতে জন্মদিনের সন্ধ্যায় ঝটিকা সফরে মায়ের সান্নিধ্য পেতে আহমেদাবাদে উড়ে যেতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। করোনাকালে সে ঝুঁকি নেননি প্রধানমন্ত্রী। এদিন দুপুর থেকে সংসদে থাকলেও কোনো কক্ষেই যাননি। সংসদে তার ঘরে দলের এমপিরা দলে দলে তাকে অভিনন্দন জানান। কিন্তু প্রধানমন্ত্রীর জন্মদিনের উদযাপনে চোনা ফেলে দিয়েছে টুইটারের একটি ট্রেন্ড। #ন্যাশনালআনএমপ্লয়মেন্টডে নামে ওই হ্যাশট্যাগে এত যুবক টুইট করে সরকারের সমালোচনা করেছেন, তাতে চিন্তায় বিজেপিও। করোনাকালে নিট পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে ছাত্র-সমাজের যে অসন্তোষ রয়েছে, তা প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ডিজলাইক স্পষ্ট হয়েছিল। আজ তার জন্মদিনেই এই অসন্তোষ চিন্তার বিষয় বলে মনে করছেন অনেকেই। সামনে বিহার ও পশ্চিমবঙ্গের নির্বাচন। বিহারে সরকার ধরে রাখার লড়াইয়ে নামছে এনডিএ। এবিপি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন