শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৫ হাজার ৭০০ ডলার পাবে দম্পতিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

বাসাভাড়া ও অন্যান্য সাংসারিক ব্যয় মেটাতে ৬ লাখ ইয়েন বা ৫ হাজার ৭০০ ডলার পাবে জাপানের নববিবাহিত দম্পতিরা। কোনো শহরে বসবাসকারী নারী ও পুরুষ যদি আগামী এপ্রিল থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তাহলে এ সুযোগের জন্য বিবেচিত হবেন। সরকারি সূত্রের বরাতে রোববার এ তথ্য নিশ্চিত হয়েছে। জাপানের কর্মজীবী মানুষদের দেরিতে বিয়ে করা কিংবা একেবারেই বিয়ে না করার প্রবণতার কারণে দেশটির জন্মহার অত্যন্ত কম। কর্মজীবী তরুণ-তরুণীদের বিয়েতে উৎসাহিত করতে নববিবাহিত দম্পতিদের এই বিশেষ সহযোগিতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে আরো অধিক দম্পতিকে এ সুযোগের আওতায় আনা হবে বলে জানিয়েছে কেবিনেট অফিসের কয়েকটি সূত্র। অবশ্য সরকারি এ সহযোগিতার জন্য বিবেচিত হতে হলে স্বামী ও স্ত্রী উভয়কেই বিয়ের সময় ৪০ বছরের নিচে থাকতে হবে এবং ৩৫ বছরোর্ধ্ব দম্পতিদের সম্মিলিত আয় ৫৪ লাখ ইয়েনের নিচে থাকতে হবে। এর চেয়ে কম বয়সীদের সম্মিলিত বার্ষিক আয় ৪৮ লাখ ইয়েনের কম হলে এ সুযোগ গ্রহণ করতে পারবেন। সূত্রগুলো বলছে, গত জুলাই নাগাদ ২৮১টি পৌরসভা বা জাপানের মাত্র ১৫ শতাংশ মহানগরী, শহর ও গ্রাম এ কর্মস‚চি গ্রহণ করেছে। কিয়োডো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন