ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের রিও দে জেনেইরোয় অলিম্পিক ভেন্যুগুলোতে সাংবাদিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি বাস হামলা শিকার হয়েছে। বিবিসি বলছে, গত মঙ্গলবার সন্ধ্যায় পাথরের আঘাতে ওই বাসটির দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে জানালার গ্লাস গুলির আঘাতে গুঁড়িয়ে গেছে বলে সতর্ক করা হয়েছিল। এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন। বাসটি দিওদোরো হকি খেলার ভেন্যু থেকে প্রধান প্রেস সেন্টার বারা দা তিজুকার দিকে যাচ্ছিল। বাসটির একজন যাত্রী যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশনের আলোকচিত্রী বলেন, কোনোকিছু ভাঙার শব্দ শুনতে পেলাম আমরা। বাসটি না থামলেও খানিক থমকে গিয়েছিল। সবাই বাসের মেঝেতে শুয়ে পড়েছিল। আমিও তাই করেছি। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন