শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কালাপানির কাছে এপিএফের সদর দফতর নির্মাণ হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ এএম

ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ভূখন্ড কালাপানির কাছে চাঙ্গরু এলাকায় নেপালের আর্মড পুলিশ ফোর্সের (এপিএফ) ব্যাটালিয়ন সদরদফতরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা। ভারতের উত্তরখন্ড রাজ্যের পিথোরাগড় জেলার অংশ হিসেবে দেশটির দাবি করা কালাপানি অঞ্চলের কাছে এই সদর দফতর নির্মাণের কাজ শুরু হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে থাপা নেপালের ধরশুলা জেলার তিনকার গ্রামের অবস্থা আকাশ থেকে পর্যবেক্ষণ করেন। মন্ত্রী চাঙ্গরুতে একরাত ছিলেন। শনিবার ধরশুলা জেলায় এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, সরকার সীমান্ত এলাকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের তরুণদের জন্য কর্মসংস্থান করা হবে। তিনি বলেন, কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলের উন্নয়নে আমরা কাজ করবো এবং একে বাণিজ্য ও পর্যটনের হাব হিসেবে গড়ে তুলবো। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে, ওই এলাকায় ১০ কোটি রুপি ব্যয়ে এক বছরের মধ্যে একটি বহুতল ভবন নির্মাণ করা হবে। চাঙ্গরুতে স্থায়ী সীমান্ত পর্যবেক্ষণ চৌকি নির্মাণ করা হবে। ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ দেখা দেয়ার পর নেপাল ওই অঞ্চলে বেশ কিছু সীমান্ত চৌকি নির্মাণ করেছে। গত মাসে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ওই এলাকায় একটি ৮০ কিলোমিটার দীর্ঘ সড়ক উদ্বোধন করেন। সড়কটি নেপালের ভূখন্ডে নির্মাণ করা হয়েছে বলে কাঠমান্ডু দাবি করে। এরপর নেপাল ভারতের দাবি করা কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখ অঞ্চলকে নিজের ভূখন্ড হিসেবে নতুন মানচিত্র প্রকাশ করে। এটি নেপালের পার্লামেন্ট অনুমোদনও করেছে। টিএনএন, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন