শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারত-শ্রীলংকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত ও শ্রীলংকা আর্থিক ও কারিগরি সহযোগিতা চুক্তির (ইটিসিএ) বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে। এ বছরের শেষ নাগাদ এ দু’টি দেশ চুক্তিটি স্বাক্ষর করতে পারে বলে আশা করা হচ্ছে। গত বুধবার শ্রীলংকার সরকারি কর্মকর্তারা একথা জানান। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভূপিন্দার সিং দিল্লির চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইটিসিএ’র বিষয়ে আলোচনা করতে ভারতীয় প্রতিনিধি দল গত মঙ্গলবার এ দ্বীপ রাষ্ট্রে পৌঁছায়। দু’দিনব্যাপী আলোচনা চলে। কর্মকর্তারা জানান, বৈঠকে উভয় পক্ষ ইটিসিএ’র নানা দিক নিয়ে আলোচনা করেছেন। এদিকে শ্রীলংকায় চিকিৎসকদের ট্রেড ইউনিয়ন ও অন্যান্য পেশাজীবী সংগঠন ভারতের সাথে এ চুক্তির বিরোধিতা করছে এবং এর প্রতিবাদ জানাতে তারা রাজপথে ব্যাপক বিক্ষোভ করে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন