ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলে শুরু হওয়া দাবানলে হুমকির মুখে পড়েছে মার্সেই শহর। বিবিসি বলছে, দাবানলে মার্সেইয়ের বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে এবং কর্তৃপক্ষ শহরটির কয়েকশত বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে। শহরের উত্তর দিকের ঝোপঝাড়পূর্ণ এলাকা থেকে আগুন শহরের দিকে ছড়িয়ে পড়ছে। শহরের দিকে আগুন ছড়িয়ে পড়া আটকাতে দেড় হাজারেরও বেশি দমকলকর্মী কাজ করছেন। মার্সেইয়ের ডেপুটি মেয়র জুলিয়েন রুয়াস জানিয়েছে, শহরের উত্তরাংশের আবাসিক এলাকাগুলো রক্ষায় কিছু ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ফায়ারব্রেকার তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যদি এগুলো পার হয়ে আগুন এপাশে চলে আসে তাহলে তা মার্সেইয়ের উত্তরাংশের আবাসিক এলাকাগুলোর দিকে ছড়িয়ে পড়বে। আগুন এগিয়ে আসছে, দ্রুত এগিয়ে আসছে, বলেন তিনি। দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত আকাশযানগুলোকে পথ করে দিতে মার্সেই বিমানবন্দরমুখী উড়োজাহাজগুলো ঘুরপথে যাচ্ছে। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলে পুড়ে মার্সেইয়ের ২৫ কিলোমিটার উত্তরের শহর ভিট্রলেসে এবং নিকটবর্তী পেনাস-মিরাব্যুতে ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এ দুটি শহরের কয়েকশত বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ভিট্রলেসের জরুরি বিভাগ এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। বিশাল আগুন বিস্ফোরকের মতো খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এর পথে যা পাচ্ছে সব পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আগুনে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে, এদের একজনের অবস্থা গুরুতর। ভিট্রলেস ও পেনাস-মিরাব্যু থেকে ওঠা ঘন ধোঁয়া জোর বাতাসে মার্সেইয়ের দিকে ধাবিত হয়ে এর আকাশ ছেয়ে ফেলছে। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন