শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শিশুদের চুল কাটার খরচ বেড়েছে জার্মানিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

করোনার কারণে জারি করা লকডাউনের পর জার্মানিতে শিশুদের চুল কাটার খরচ পুরুষ ও নারীদের তুলনায় বেশি বেড়েছে। বিক্রয় কর কমানোর পরও গত মাসে এ খরচ বেড়েছে বলে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর মঙ্গলবার জানিয়েছে। পহেলা জুলাই জার্মানিতে ভোগ্যপণ্যের ক্ষেত্রে ভ্যাট ১৯ শতাংশ থেকে কমিয়ে ১৬ শতাংশ করা হয়। এরপরও চলতি অর্থবছরে চুল কাটার খরচ গড়ে ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। শিশুদের বেলায় বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ, পুরুষদের বেলায় ৬ দশমিক ৫ শতাংশ এবং নারীদের বেলায় ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে। পরিসংখ্যান দপ্তর বলেছে, ‘একটি কারণ হচ্ছে, সম্ভবত কেশ পরিচর্যার দোকানগুলো পুনরায় খোলার পর কঠোর সুরক্ষা নির্দেশিকা। উদহারণ হিসেবে বলা যায়, শুকনো চুল কাটা যাবে না।’ মধ্যমার্চে জার্মানিতে লকডাউন শুরু হয়েছিল। মে মাসে কেশ পরিচর্যার দোকানগুলো খোলা হয়। ওই সময় চুলকাটার খরচ গড়ে ৫ দশমিক ৪ শতাংশ বাড়তিই ছিল। চ্যানেল নিউজ এশিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন