বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিসরে আপিল আদালতে ১৪৯ জনের মৃত্যুদ-ের আদেশ বাতিল

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিসরের একটি আপিল আদালত ২০১৩ সালের আগস্ট মাসে ১১ জন পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে ১৪৯ ব্যক্তির মৃত্যুদ-াদেশ বাতিল করেছে। পাশাপাশি আদালত এ হামলার ঘটনা পুনর্বিচারেরও আদেশ দিয়েছে। রাষ্ট্র মালিকানাধীন আল আহরাম পত্রিকা এ খবর জানিয়েছে। খবর আল জাজিরা।
মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ২০১৩ সালের ১৪ আগস্ট কায়রোতে পুলিশ গুলি চালিয়ে শত শত বিক্ষোভকারীকে হত্যা করে। এ দিন কায়রোর কাছে জনতা পুলিশের উপর পাল্টা হামলা চালালে ১৩ পুলিশ অফিসার নিহত হয়। এ ঘটনায় ১৮৩ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয় যারা প্রধানত মুরসির অনুসারী।  
আদালত এ ঘটনায় মৃত্যুদ-প্রাপ্ত ১৪৯ জনের পুনর্বিচারের নির্দেশ দিলেও অভিযুক্ত ও অনুপস্থিত অপর ৩৪ ব্যক্তির পুনর্বিচার অনুমোদন করেনি।
ব্যাপকভাবে প্রদর্শিত এ ঘটনার এক ভিডিওতে গিজা প্রদেশের কেরদাসা পুলিশ স্টেশনে জনতার হামলায় নিহত ও আহত পুলিশ অফিসারদের পড়ে থাকতে দেখা যায়। একজন মাত্র স্টাফ জীবনে রক্ষা পান। এ সময় দু’জন বেসামরিক লোকও নিহত হয়।
নিহত পুলিশদের লাশ বিকৃত করা হয়
মুরসি সমর্থকদের উপর দমনে অংশ হিসেবে গণমামলায় উপর্যুপরি মৃত্যুদ- দেয়ার মাঝে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে এ মামলার প্রথম রায়ে ১৪৯  জনের মৃত্যুদ- দেয়া হয়।
আপিল আদালতের এ রায়ের প্রেক্ষাপট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে এ আদালত গত বছর শত শত মৃত্যুদ- বাতিল করেছে।  

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন