রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শ্বাসকষ্ট হচ্ছে ট্রাম্পের!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ৩:২৫ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছুটা শ্বাসকষ্ট হচ্ছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিএনএন এ খবর প্রকাশ করেছে। ট্রাম্পের একজন উপদেষ্টা বলেছেন, প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণে আছে। ওই উপদেষ্টা বলেন, এটা গুরুতর। ট্রাম্প ক্লান্ত, খুবই ক্লান্ত এবং তার শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানান ওই উপদেষ্টা।

পরিস্থিতির সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, হোয়াইট হাউজের কর্মকর্তারা ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে খুব উদ্বিগ্ন। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ‘এখন পর্যন্ত তিনি ঠিক আছেন, কিন্তু পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তনের আশঙ্কা করছি আমরা’।

তৃতীয় আরেকটি সূত্র জানিয়েছে, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে খারাপ অবস্থা ট্রাম্পের। তবে ট্রাম্প তার ক্ষমতা এখনও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে হস্তান্তর করেননি বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র অ্যালিসা ফারাহ। তিনি জানান, প্রেসিডেন্ট এখনও সব কিছুর দায়িত্বে আছেন।

এদিকে শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ট্রাম্পের অবস্থা নিয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন