শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

ঢাকা-৫ নির্বাচন: নৌকার বিজয় নিশ্চিতে যুবলীগকে মাঠে থাকার নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ৬:৩৪ পিএম

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিতে যুবলীগকে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নেত্রী যাকে প্রার্থী দিয়েছেন, তাকে বিজয়ী করতে যুবলীগ মাঠে থাকবে। নির্বাচন ঘিরে আপনাদের জনগনের কাছে যাবার সুযোগ হয়েছে। আপনারা প্রতিটি মানুষের কাছে যাবেন, ভদ্র-নম্রভাবে ভোট চাইবেন। অবশ্যই সামাজিক সুরক্ষা নিশ্চিত করবেন। শেখ হাসিনা সরকারের যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরবেন।
আজ রোববার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে যুবলীগ আয়োজিত নির্বাচনি জরুরি সভায় ভার্চ্যুয়াল পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন।
শেখ ফজলে শামস পরশ বলেন, বঙ্গবন্ধু শক্তিছিল নিপীড়িত মানুষ। সে বিষয়টি মাথায় রেখেই আমরা রাজনীতি করছি। আপনারাও নিপীড়িত মানুষের কাছে যাবেন, সমস্যাগুলো নোটগুলো করে রাখবেন। পরবর্তীতে আমাদের কাছে দিবেন, আমরা কিভাবে সাহায্য করা যায়, কষ্ট লাঘব করা যায় সে চেস্টা করবো।
যুবলীগ চেয়ারম্যান বলেন, যুবলীগের নামে চাঁদাবাজি, ক্যাসিনো চলবে না। মানুষকে নিপীড়ন চলবে না। বরং কোথায় অত্যচার-নিপীড়ন হচ্ছে হচ্ছে সেদিকে যুবলীগ নজর রাখভে। এটাই হবে এখন যুবলীগের মূল চরিত্র। একই সঙ্গে সজাগ থাকবো অনুপ্রবেশকারীদের বিষয়ে।
বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধামন্ত্রী মনোনিত প্রার্থী বিজয় নিশ্চিত করতে যুবলীগ কাজ করবে। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, তিনি সৎ মানুষ, আর সৎ মানুষ ক্ষমতায় থাকলেও ঢাকা-৫ আসনের মানুষ ভালো থাকবে। কোন মাদক ব্যবসায়ী, মাদকসেবী থাকবে না। মা-বোনেরা নিরাপদে চলাচল করবে, শিক্ষা উন্নয়ন হবে, রাস্তা-ঘাট হবে। তাই মনিরুল ইসলাম মনু ভাইকে বিজয়ী করতে মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করবে যুবলীগ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু, নির্বাচনের সমন্বয়ক মো. হারুনুর রশিদ, ঢাকা দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন