শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

হাসপাতাল থেকে হঠাৎ বেরিয়ে এলেন ডোনাল্ড ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১০:০৩ এএম

আবারও চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। এমনকি সাংবাদিকেরা জানতেন না। জানতেন না তার কোনো সমর্থক। স্থানীয় সময় হঠাৎ ওয়াল্টার রিড হাসপাতালের বাইরে বেরিয়ে সমর্থকদের চমকে দিয়েছেন তিনি।

একটি ভিডিওতে দেখা গেছে, কালো মাস্ক পরা ট্রাম্প বিলাসবহুল গাড়িতে হাসপাতাল থেকে বেরিয়ে সমর্থকদের হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন। গাড়ির সামনের সিটে যে দুজন বসে আছেন, তারাও মাস্ক পরা।

এরপর হোয়াইট হাউজ থেকে বিবৃতিতে জানানো হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শেষ দিকে তার সমর্থকদের সঙ্গে দেখা করতে বেরিয়ে আসেন। এখন তিনি সামরিক হাসপাতালের প্রেসিডেন্ট বক্সে আছেন।’

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্তের পর পর হোয়াইট হাউজে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন বলে বিবিসি’র খবরে বলা হয়।

ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।

হাসপাতাল থেকে কিছু সময়ের জন্য বের হওয়ার আগে ট্রাম্প বলেন, ‘আমরা চিকিৎসকদের থেকে ভালো ভালো রিপোর্ট পাচ্ছি। এটা দারুণ হাসপাতাল। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

ট্রাম্প হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সমর্থকেরা এদিন হাসপাতালের সামনে জড়ো হয়ে প্রার্থনা করেন। তাদের দেখা দিতেই শরীরে করোনা নিয়ে বের হয়ে যান।

শুক্রবার হাসপাতালে আসার পর থেকে এখন পর্যন্ত এই চিকিৎসাকেন্দ্রকে তার কাছে স্কুল মনে হচ্ছে, ‘দারুণ অভিজ্ঞতা। আমি কভিড সম্পর্কে অনেক কিছু শিখেছি। সত্যিকারের স্কুলে এসে আমি এসব শিখলাম।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন