শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আপাতত সম্পর্ক স্বাভাবিক করছে না ওমান, সুদান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২০, ১২:০৯ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে না ওমান ও সুদান। ইসরাইলি সংবাদমাধ্যম মারিভ-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। খবরে বলা হয়েছে, ওমান ও সুদান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মহামূল্যবান’ উপহার নির্বাচনের আগে দিচ্ছে না। ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল-ওতাইবা নিশ্চিত করেছেন ওমান ও সুদান শিগগিরই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে না। দেশ দুটির সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির বিষয়ে ইসরাইলের উচ্চাভিলাষী একাধিক মন্তব্যের পর এই অবস্থান জানা গেলো। যদিও জাতিসংঘের সাধারণ অধিবেশনে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নেওয়াতে সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাশা কিছু মাত্রায় ফিকে হয়ে এসেছে বলে মারেভ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অবশ্য সুদানের উপ-রাষ্ট্রপ্রধান জেনারেল মোহাম্মদ হামদান ডাগলো বৃহস্পতিবার বলেছেন, তার দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন