ইনকিলাব ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে ইউএসজিএস-এর বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১টা ২৬ মিনিটে হওয়া এই ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ ভানুয়াতু থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং নিউ কালেডোনিয়া থেকে ১০৯ কিলোমিটার উত্তরে। এটির উৎপত্তিস্থল ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে। প্রথমে ৭.৬ মাত্রার ভূমিকম্পের কথা বলা হলেও পরে তা কমিয়ে ৭.২ মাত্রার ছিল বলে উল্লেখ করা
হয়েছে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন