বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টি-শার্ট পরতে বাধ্য হলেন যুবতী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

আপত্তিকর পোশাক পরেছিলেন সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একজন যুবতী যাত্রী। তার শরীরের উপরের অংশে যে পোশাক ছিল, তা ছিল আসলে অন্তর্বাসের চেয়েও হালকা কিছু। তাতে শরীরের প্রায় পুরোটা অংশ দেখা যাচ্ছিল। এ অবস্থায় তিনি বিমানে আরোহণ করলে অন্য যাত্রীরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন। তাই তাকে বোর্ডিংয়ে থামানো হলো। একজন ক্যাপ্টেন তার গায়ের টি-শার্ট খুলে দিলেন। তাকে সেটা পরতে বাধ্য করা হলো। তারপর বোর্ডিং সম্পন্ন করে তিনি বিমানে আরোহণ করলেন। এ নিয়ে ওই ঘটনার শিকার নারী যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা। তার নাম কাইলা এউব্যাঙ্কস। তিনি নিজেই টুইটারে এ তথ্য প্রকাশ করেছেন। নিজেই বলেছেন, তিনি খুব বেশি বুক কাটা একটি কালো টপ পরেছিলেন। এতে তার শরীরের স্পর্শকাতর অংশ দেখা যাচ্ছিল। টুইটারে তিনি লিখেছেন, সাউথওয়েস্ট এয়ারের ফ্লাইট থেকে আমাকে দূরে রাখা হয়েছিল। কারণ, আমার শরীরের উপরের অংশ ছিল উস্কানিমুলক, আপত্তিকর। আমাকে বলা হয়েছিল, এমন পোশাক পরে বিমানে আরোহন করলে তাতে অন্য যাত্রীরা আমার দিকে তাকিয়ে থাকতে পারেন। এটা এক আপত্তিকর অবস্থা হবে। কাইলা এউব্যাঙ্কস টুইটারে তার বাথরুমের সেলফি দিয়ে এসব লিখেছেন। এ সময় তিনি ছিলেন একটি দীর্ঘ লাল স্কার্ট পরা। নিউ ইয়র্ক পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন