শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সাবেক যৌনকর্মীদের আশ্রয়কেন্দ্রে পোপ

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাবেক ২০ যৌনকর্মীর খোঁজখবর নিতে ইতালির রাজধানী রোমের একটি আশ্রয়কেন্দ্র আকস্মিক পরিদর্শন করলেন পোপ ফ্রান্সিস। বিবিসি জানিয়েছে, এসব নারীকে তাঁদের দালালের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং ক্যাথলিক দাতব্য প্রতিষ্ঠানের অধীনে রোমে একটি অ্যাপার্টমেন্টে তাঁদের রাখা হয়েছে। পোপ ফ্রান্সিস ওই নারীদের সঙ্গে এক ঘণ্টার বেশি কথা বলেন। তাঁদের কেউ আফ্রিকা, কেউ ইউরোপের অন্য জায়গা থেকে পাচার করে নিয়ে আসা হয়েছে। ৭৯ বছর বয়সী খ্রিস্টান ধর্মের নেতা বারবার বলেন, মানবপাচার হচ্ছে মানবতাবিরোধী অপরাধ। ওই নারীদের মধ্যে রয়েছে নাইজেরিয়ার সাতজন, রোমানিয়ার ছয়জন, আলবেনিয়ার চারজন। বাকি তিনজন ইতালি, তিউনিসিয়া ও ইউক্রেনের নাগরিক। পোপ ফ্রান্সিস তাঁদের পাশে বসেন এবং কীভাবে জোর করে তাঁদের যৌনকর্মে বাধ্য করা হয়েছিল, সেসব গল্প শোনেন। নারীদের সবার বয়স ৩০-এর মতো। রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর ভ্যাটিকান থেকে বলা হয়েছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন