ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে নবজাতক চোর চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন হাসপাতালকর্মীকে গ্র্রেপ্তার করা হয়েছে। এই চক্রটি হাসপাতাল ও মাতৃসদনে মৃত নবজাতকের সঙ্গে সদ্যোজাত শিশুকে বদল করে শিশুর বাবা-মাকে তাদের সন্তান মারা গেছে বলে জানিয়ে দেয়া হতো। পরবর্তীতে এসব নবজাতক শিশুদের নিঃসন্তান দম্পতিদের কাছে ৭০ হাজার রুপি থেকে ৩ লাখ রুপিতে বিক্রি করে দেয়া হতো। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নবজাতক চুরির বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। পুলিশ জানিয়েছে, নবজাতক চুরির বিষয়ে তারা উল্লেখযোগ্য সংখ্যক অভিযোগ পেয়েছেন। বেশ কয়েকজন নারী যারা স্বাস্থ্যবান শিশুর জন্ম দিয়েছিলেন তাদের কয়েক ঘণ্টা পর বলা হয়েছিল যে, তাদের সন্তান মারা গেছে। গ্র্রেপ্তার হওয়াদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ। তাদের মাঝে একজন নার্স, দুইজন স্বাস্থ্যকর্মী এবং একজন দালাল রয়েছেন। এই দালালই সন্তানহীন দম্পতির সঙ্গে আর্থিক লেনদেন করতো বলে অভিযোগ পাওয়া গেছে। এই চক্রের কাছে থাকা একটি মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রটি নয় নবজাতককে চুরি করে বিক্রির সঙ্গে জড়িত। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন