আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, সমন্বয়কারী আরেক উপদেষ্টা আবদুস সালাম, সদস্য সচিব সাংগঠনকি সম্পাদক ফজলুল হক মিলন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল,
আজিজুল বারী হেলাল, এ বি এম মোশারফ হোসেন, মীর সরফত আলী সপু, হাবিবুল ইসলাম হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, এ্যাড আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম খান আলীম, নাজিম উদ্দিন আলম, মহানগরের বজলুল বাসিত আঞ্জু, আব্দুল আলীম নকী, যুবদলের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, , স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, বিএনপির তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, হাবিবুর রশীদ হাবিব, রাজীব আহসান, আকরামুল হাসান, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, শ্রমিক দলের আনোয়ার হোসেন, ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হক, জাসাসের হেলাল খান, কৃষক দলের হাসান জাফির তুহিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন