শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আইসক্রিম চোরের তথ্য দিলেই অর্থ পুরস্কার

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইসক্রিম চোরদের আটকের জন্য তথ্য দিলে পুরস্কার দেয়া হবে, এমন ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের ধনকুবের জন ক্যাটসিমাটিডিস। গ্রোসারি শপ টাইকুন হিসেবে পরিচিত এ কোটিপতি একসময় মেয়র পদে নির্বাচনও করেছিলেন। তার ঘোষণা অনুযায়ী দোকান থেকে যারা আইসক্রিম চুরি করে তাদের বিষয়ে তথ্য দিলে পাঁচ হাজার ডলার পুরস্কার দেবেন তিনি। মার্কিন এক পত্রিকায় দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, চোরেরা বড় ধরনের দোকান থেকে আইসক্রিমের কার্টন চুরি করে ছোট ছোট দোকানগুলোতে বিক্রি করে। বিবিসি জানিয়েছে, পত্রিকাটি বলছে পুলিশ এসব চোরদের বিষয়ে আড়াইশর মতো অভিযোগ পেয়েছে আর আটক করেছে অন্তত ১৩০ চোরকে। মিস্টার ক্যাটসিমাটিডিস বলছেন আসলে বোডেগাস নামে পরিচিত ছোট দোকানগুলোই আসলে চোরগুলোকে উৎসাহিত করে আইসক্রিম চুরি করতে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন