ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে আটক পাকিস্তানের ছয় হেলিকপ্টার আরোহীর সবাইকে মুক্তি দিয়েছে তালিবান। পাকিস্তানের কর্মকর্তারা গত শনিবার এ কথা জানিয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে একজন রাশিয়ার এবং পাঁচজন পাকিস্তানি নাগরিক ছিলেন এবং সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া বলেন, উপজাতীয় এলাকায় আটক ব্যক্তিদের মুক্তি দেয়া হয়েছে এবং তারা সবাই রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। খুররম এজেন্সির কর্মকর্তাদের কাছে তাদের পৌঁছে দেয়া হয়েছে বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেন। চলতি মাসের ৪ তারিখে রাশিয়া যাওয়ার পথে পাঞ্জাব সরকারের এমআই-১৭ হেলিকপ্টারটি আফগানিস্তানের লোগার প্রদেশে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সে সময়ে ছয় আরোহীর সবাইকে আটক করে আফগান তালিবান। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন