শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আলোচনার প্রস্তাব থাই প্রধানমন্ত্রীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

থাইল্যান্ডে জরুরী অবস্থা উপেক্ষা করে টানা চারদিন ধরে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। এই পরিস্থিতি থেকে দেশকে শান্ত করতে আলোচনায় বসার প্রস্তাব করেছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। প্রধানমন্ত্রী ওচার মুখপাত্র ওমুচা শংকা জানিয়ে বলেছেন, দেশজুড়ে চলমান বিক্ষোভ সহিংসতাকারীদের উস্কে দিতে পারে। এমন উদ্বেগ থেকেই গণতন্ত্রপন্থীদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী। যদিও ওচা ঠিক কার সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি সরকার পক্ষ। তবে দেশজুড়ে চলমান এই বিক্ষোভের সুযোগে বিশৃঙ্খলাকারীরা সহিংসতা উস্কে দিতে পারে বলে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসতে চায়। রবিবার হাজার হাজার মানুষ ব্যাংককের রাস্তায় একনায়কতন্ত্রের পতন ও রাজতন্ত্রের সংস্করণের দাবী নিয়ে বিক্ষোভ করে। বৃষ্টির মধ্যেও তারা ছাতা মাথায় নিয়ে আন্দোলনে যোগ দেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। বিক্ষোভকারীরা আটক নেতাদের মুক্তি চেয়েও দাবী জানিয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন