শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিয়াচেনে নিখোঁজ ভারতীয় দশ সেনার প্রাণহানি

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হিমালয়ান প্রত্যন্ত অঞ্চল সিয়াচেনে ভারতের নিখোঁজ দশ সৈন্যের প্রাণহানি হয়েছে বলে সেনাবাহিনীর তরফে সরকারিভাবে ঘোষণা দেয়া হয়েছে। পৃথিবীর উচ্চতম সেনাঘাঁটি সিয়াচেনে গত বুধবার টহল দেয়ার সময় তুষারধসে চাপা পড়েন ওই সেনা সদস্যরা। উদ্ধার কাজ চলছিল ঠিকই। কিন্তু একই সঙ্গে এও মেনে নেয়া হয়েছিল যে সেনা সদস্যদের বেঁচে থাকার আশা ক্ষীণ। কারণ, দিনে মাইনাস ২৫ ডিগ্রি ও রাতে মাইনাস ৪২ ডিগ্রি তাপমাত্রায় ওই সৈন্যদের বেঁচে থাকতে পারে না। যদিও উদ্ধার কাজে সাহায্য করতে চেয়েছিল পাকিস্তান। এ বিষয়ে দুই দেশের ডিজিএমও-র মধ্যে টেলিফোনে কথাও হয়। কিন্তু পাক সাহায্যের প্রস্তাব খারিজ করে ভারতের ডিজিএমও রণবীর সিংহ বলেন, প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার, তা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। সেনা সূত্রে জানা যায়, সিয়াচেন সীমান্তের স্পর্শকাতর দিকটির কথায় মাথায় রেখেই এই কাজে পাক-সেনাকে জড়ানো হয়নি। নিহত সৈন্যদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন