শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

একই দাবিতে এবার অনশনে রোবিতা

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অনশন ভেঙে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত শর্মিলার
ইনকিলাব ডেস্ক : অনশন ভেঙে নির্বাচনে যাচ্ছেন ইরোম শর্মিলা। তার শূন্যস্থান পূরণে এবার অনশনে বসলেন দুই সন্তানের জননী আরাম্বাম ওংবি কোনথৌজাম রোবিতা লেইমা নামে এক নারী। তার দাবি ভারতের মণিপুর রাজ্য থেকে আফস্পা প্রত্যাহারের পাশাপাশি সেখানকার ভূমিপুত্রদের সুরক্ষায় ‘ইনার লাইন পারমিট’ চালু করা। ১৬ বছরের দীর্ঘ অনশন ভেঙে ইরোম শর্মিলা ঠিক যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন রোবিতা। ভারতে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা প্রত্যাহারের দাবিতে মণিপুরের রাজধানী ইম্ফলের কমিউনিটি হলে বসে অনশন শুরু করেছেন ৩২ বছর বয়সী এই মণিপুরী নারী। রোবিতা বলেছেন, আমি শুধু আফস্পার মতো ভয়ঙ্কর আইন প্রত্যাহার হোক সেটাই চাই না। আমি চাই মণিপুর রাজ্যে ইনার লাইন পারমিট ব্যবস্থাও যেন চালু হয়। চলতি মাসের ৯ তারিখ ১৬ বছরের দীর্ঘ অনশন ভেঙে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন ইরোম শর্মিলা চানু। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোবিতা তার এই অনশন শর্মিলাকে উৎসর্গ করছেন বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, শর্মিলার পরে এখন তিনি সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে যান। ২০০০ সালে মণিপুরের মালোম গ্রামের বাসস্ট্যান্ডে সন্ত্রাসী সন্দেহে দশজন নিরীহ গ্রামবাসীকে হত্যার অভিযোগ রয়েছে আসাম রাইফেলসের জোওয়ানদের বিরুদ্ধে। কিন্তু আফস্পা কার্যকর থাকায় ওই সেনাসদস্যদের বিরুদ্ধে কোনো তদন্তও হয়নি। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন