শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানের জন্য প্রস্তুত তুরস্কের এন্টি সাবমেরিন জাহাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ২:১১ পিএম

পাকিস্তান ও তুরস্কের সম্পর্ক সব সময় আপন দুই ভাইয়ের মত। সরকারে যারাই থাকুক সম্পর্ক থাকে মধুর। একে অপরের সহযোগিতায় সব সময় এগিয়ে আসে দুই।

এদিকে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে তুরস্কের তৃতীয় এন্টিসাবমেরিন শ্রেণির জাহাজ পাকিস্তানের উদ্দেশে যাচ্ছে। রোববার এটি পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেছে বলে একটি সূত্র জানিয়েছে।

শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটি পাকিস্তানে চলাচল করবে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক।

ওই বিবৃতি অনুযায়ী, তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার করাচিতে এর অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। এতে বলা হয়, তুর্কি জাতীয় যুদ্ধজাহাজ মিলজেম প্রকল্পে পাকিস্তান ও তুরস্কে দুটি করে রণতরী তৈরির কাজ চলছে।

করোনাভাইরাসের প্রভাব থাকা সত্ত্বেও প্রথম জাহাজটি ২০২৩ সালে পাকিস্তানকে হস্তান্তর করার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন