শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যারা অতীতে আটকে থাকেন, তাঁরা ভবিষ্যৎকে নষ্ট করেন : ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ৬:৪৭ পিএম

আজ সোমবার (২৬ অক্টোবর) ইসলামাবাদে দুই দিনব্যাপী পাকিস্তান-আফগানিস্তান বাণিজ্য ও বিনিয়োগ ফোরামে বক্তব্য দেওয়ার সময় ইমরান খান বলেন, ‘অতীত থেকে আমরা শিক্ষা নিই। যাঁরা অতীতে আটকে থাকেন, তাঁরা ভবিষ্যৎকে নষ্ট করেন।
এছাড়াও তিনি বলেন, যিনিই ক্ষমতায় আসুন না কেন, কাবুলের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক সহযোগিতামূলক ও দৃঢ় থাকবে। আফগানিস্তানে ৪০ বছর ধরে চলা সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ইমরান খান। এই সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় পাকিস্তান দ্বিতীয় বলেও মন্তব্য করেন ইমরান।
ইমরান খান আরও বলেন, আফগানিস্তান মোগল সাম্রাজ্যের অংশ। যাযাবরেরা অর্থনৈতিক কাজের জন্য মধ্য এশিয়া থেকে ভারতে যেতেন। আফগানদের ভাষাও ছিল ফার্সি। সরকার ও সরকারি কর্মকর্তা নির্বাচন করা আফগান জনগণের অধিকার বলে মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতের অর্জন ও ঘটনাগুলো বোঝার সময় এসেছে। পাকিস্তান ইতিহাস থেকে জেনেছে, কোনো বিদেশি শক্তি আফগানিস্তানের ওপর প্রভাব ফেলতে পারে না। আফগানরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেয়। বাইরের প্রভাব এখানে কখনো সফল হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন