মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

খোদ ভারতে ‘রামায়ণের খলনায়ক রাবণ’র বদলে মোদি’র কুশপুত্তলিকায় অগ্নি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ৭:২২ পিএম

খোদ ভারতের প্রধানমন্ত্র্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকায় ‘রামায়ণের খলনায়ক রাবণ’র বদলে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।তারা ৫ নভেম্বর ধর্মঘট ডেকেছে।গতকাল সোমবার দুর্গাপুজার দশমীর দিনে ভারতের বিভিন্ন রাজ্যে এমন ঘটনা ঘটে। আজ (২৭ অক্টোবর) জাতীয় স্তরে কৃষক সংগঠনগুলোর পরবর্তী কর্মসূচি ঠিক করা হয়েছে। -ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ
এ নিয়ে দেশটিতে শুরু হয়েছে বিতর্ক। জি নিউজের ভিডিও ফুটেজে দেখা যায়, ৩৫-৩৭ ফুটের কুশপুত্তলিকায় রাবণের মাথার বদলে মোদির মুখের ছবি দেখা যায়। পাশে রাবণের অন্যান্য মাথার জায়গায় কোথাও অমিত শাহ, কোথাও ‘প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ’ বলে পরিচিত শিল্পপতিদের ছবি। প্রথম দৃশ্যটি ছিল পাঞ্জাবের বিভিন্ন শহরে-গ্রামের। পরে এরকম ঘটনা আরও কয়েকটি রাজ্যে ঘটে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ ঘটনায় বলেন, এরকম ঘটনা দু:খজনক। প্রধানমন্ত্রীর প্রতি পাঞ্জাবে যে এই রকম রাগ তৈরি হয়েছে, তা খুবই দুঃখজনক। এটি খুবই বিপজ্জনক প্রবণতা, দেশের জন্যও খারাপ।

সমাজতাত্ত্বিক পার্থ চট্রোপাধ্যায় বলেন, এরকম ঘটনার কারণ সম্ভবত চাষিদের ক্ষোভের প্রকাশ। মোদি সরকারের উচিত তা বুঝে চাষিদের সঙ্গে কথা বলা। কারণ দেশের বিভিন্ন রাজ্যে চাষীদের আত্মহত্যার খবরও জানা যাচ্ছে। গোটা পাঞ্জাবের মানুষ মোদি সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে চাষিদের পাশে দাঁড়িয়েছে। তবে বিজেপির অভিযোগ, এর পেছনে আসলে কংগ্রেসের হাত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন