শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বেসামরিকদের লক্ষ্যবস্তু না করতে সম্মত আজারবাইজান-আর্মেনিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

যুদ্ধ বিরতির চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলেও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু না করতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। শুক্রবার জেনেভায় ‘মিনস্ক গ্রুপের’ কো-চেয়ার রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের উদ্যোগে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এক বিবৃতিতে এ কথা বলা হয়। গত ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া যুদ্ধে দু’পক্ষের দেওয়া তথ্যে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ মারা গেছেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তথ্যানুযায়ী, দু’পক্ষে পাঁচ হাজারের বেশি নাগরিক নিহত হয়েছেন। এরই মধ্যে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ এবং আর্মেনিয়ার জোহরাব মাৎসাকানিয়ান জেনেভায় মুখোমুখি সংলাপে বসলেন। দু’পক্ষ আগে স্বাক্ষরিত মানবিক যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে সম্মত হয়েছে বলে মিনস্ক গ্রুপের বিবৃতিতে বলা হয়। ডন জানায়, শুক্রবারের বিবৃতিতে নতুন করে যুদ্ধবিরতির কথা উল্লেখ করা না হলেও দু’পক্ষই ‘জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে’। এতে বলা হয়, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা না করতে সম্মত হয়েছে দুই দেশ।’ একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে নিহতদের লাশ হস্তান্তরে সক্রিয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তারা একমত হয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন