বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গুয়ানতানামো কারাগার থেকে ১৫ বন্দি স্থানান্তর

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের কিউবায় অবস্থিত গুয়ানতানামো বে কারাগার থেকে ১৫ বন্দিকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে এই কারাগার থেকে এটাই সর্বোচ্চসংখ্যক বন্দি স্থানান্তরের ঘটনা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, স্থানান্তরকৃত বন্দীদের মধ্যে ১২ জন ইয়েমেন এবং বাকি তিনজন আফগান নাগরিক। এই স্থানান্তরের মধ্য দিয়ে গুয়ানতানামো বে বন্দিশিবির থেকে বন্দির সংখ্যা কমে দাঁড়াল ৬১। অধিকাংশ বন্দিই এই বন্দিশিবিরে এক দশক ধরে অবস্থান করছিলেন। গৃহযুদ্ধরত দেশ ইয়েমেনের নাগরিকদের নিরাপত্তার কারণে অন্য দেশে স্থানান্তরিত করা হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। ২০০১ সালের ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার পরে সন্দেহজনক ৭৮০ জনকে আটক করে কারাগারে বন্দি করে রাখা হয়। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। মেয়াদ শেষ হওয়ার আগেই এই বন্দিশিবির বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। গুয়ানতানামোর বাকি বন্দিদেরও স্থানান্তর করতে চান ওবামা। তবে মার্কিন কংগ্রেস বন্দি স্থানান্তরের বিরোধিতা করছে। বিবিসি, স্কাই নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন