শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কের ধ্বংসস্তূপে এখনো মিলছে প্রাণের সন্ধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপ থেকে এখনো মিলছে প্রাণের সন্ধান। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিরের ধ্বংসস্তুপ অবকাঠামোর নিচে থেকে তিন বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা গেছে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়। ভূমিকম্পের আঘাতে অনেক জায়গায় তৎপরতা চালাচ্ছে দমকল কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। আহত হয়েছেন ৯৬২ জন। এছাড়া ৩৪ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৭০ বছরের এক বৃদ্ধকে উদ্ধার করা হয়। এমন দুর্যোগে শোক নেমে এসেছে দেশটিতে। হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। ভূমিকম্পের পর ১১২০ বার আফটার শক অনুভূত হয় বলে জানা গেছে। তুরস্কের এজিয়ার অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইজমির শহরে ৩ হাজার ৫৪৫টি তাবু ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার কাজ চলবে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ। তুরস্ক বিশ্বের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি। বেশ কয়েকটি ফল্ট লাইনে দেশটি অবস্থিত। প্রতিবছরই তুরস্কে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মারা যান অনেকে। ভূমিকম্পের আঘাতে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার ৩৪ ঘণ্টা পর ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ রোববার তাঁকে উদ্ধার করা হয়। দ্য গার্ডিয়ান জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে আচমেন চিতিম নামের ওই বৃদ্ধকে জীবিত উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনাদোলু, গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন