শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইউরোপের জন্য রাজনৈতিক ইসলাম হুমকি : অস্ট্রিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ২:২২ পিএম

‘রাজনৈতিক ইসলাম’ ভাবধারার বিরুদ্ধে সংগ্রামের ডাক দিলেও অস্ট্রিয়ার চ্যান্সেলর একাধিক টেলিভিশন ভাষণে দেশে ঐক্যের ডাক দেন৷ তার মতে, শত্রু হিসেবে ‘ইসলামিস্ট টেররিজম’ শুধু মৃত্যু ও কষ্ট দিতে চায় না, সেইসঙ্গে সমাজেও বিভাজন ঘটাতে চায়৷ তার মতে, বিষয়টিকে মোটেই খ্রিস্টান ও মুসলিম অথবা অস্ট্রিয়ার মানুষ ও অভিবাসীদের মধ্যে সংঘাত হিসেবে দেখা উচিত নয়৷ সে বিষয়ে সচেতন থাকার ডাক দেন তিনি৷

এদিকে গোটা ইউরোপকে ‘রাজনৈতিক ইসলাম’ সম্পর্কে কড়া অবস্থান নেবার ডাক দিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়র্ৎস। তার মতে, এই মতাদর্শ ইউরোপীয় মূল্যবোধের জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে৷

সেবাস্টিয়ান কুয়র্ৎস মনে করেন, ইউরোপীয় ইউনিয়নকে আরো কড়া মনোভাব নিয়ে ‘রাজনৈতিক ইসলাম’-এর মোকাবিলা করতে হবে৷ জার্মানির ‘ডি ভেল্ট' সংবাদপত্রকে তিনি বলেন, এ বিষয়ে সহিষ্ণুতা সম্পর্কে ভুল ধারণা শিগগির দূর হবে বলে তিনি আশা করেন৷

তার মতে, ‘রাজনৈতিক ইসলাম' স্বাধীনতা ও ইউরোপীয় জীবনধারার জন্য কতটা বিপজ্জনক, ইউরোপের সব দেশ তা বুঝছে৷ অস্ট্রিয়ার চ্যান্সেলর মনে করেন, ইউরোপীয় ইউনিয়নকে ঐক্যবদ্ধ হয়ে কড়া হাতে ‘রাজনৈতিক ইসলাম’-এর মোকাবিলা করতে হবে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং অন্য কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ রেখে তিনি বিষয়টি সমন্বয় করছেন, বলেন কুয়র্ৎস৷ অস্ট্রিয়া আসন্ন ইইউ শীর্ষ সম্মেলনগুলোতে বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নিচ্ছে৷

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
জামাল ৫ নভেম্বর, ২০২০, ২:৩৪ পিএম says : 0
ইসলাম এক দিন বিশ্বশাসন করবে এই বিষয় বিধর্মাবলীরা অনুধাবন করতে পারছে।
Total Reply(0)
habib ৫ নভেম্বর, ২০২০, ৩:১৬ পিএম says : 0
Islam not a thereat.. America Israel India and their alley are the real thereat of Muslim and Islam....these three nation are organization terror network worldwide....
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন