শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করবেন না: ইসরাইলকে ইউরোপীয় ইউনিয়ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ২:২১ পিএম

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস না করার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া ফিলিস্তিনিদের স্কুল ভবনগুলো ভেঙে দেয়ার ব্যাপারে ইসরাইল যে হুমকি দিয়ে রেখেছে তা বাতিল করে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে ইসরাইলকে এগিয়ে যেতে বলেছে এ জোট।

গতকাল (বৃহস্পতিবার) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বছেন, ব্যাপকভিত্তিক ঘরবাড়ি উধ্বংসের মধ্যদিয়ে এ কথা আবারো পরিষ্কার হলো- চলতি বছরের প্রথম দিক থেকে যে দখলদারিত্ব এবং উচ্ছেদ অভিযান শুরু করেছে ইসরাইল সেই প্রবণতা অব্যাহত রয়েছে।

জর্দান উপত্যকার তুবাস এলাকার বেদুইন পল্লীতে বুলডোজার দিয়ে বেশ কয়েকটি বাড়ি মাটির সাথে মিশিয়ে দেয়ার দুই দিন পর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হলো। এই ধ্বংসযজ্ঞের ফলে অন্তত ৮০ জন ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছে যাদের অর্ধেক শিশু। ওই উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের সম্পূর্ণ নিরাপত্তা দিয়েছে ইসরাইলের সেনারা।

ইহুদিবাদী ইসরাইল দাবি করছে- তাদের একটি সামরিক প্রশিক্ষণ এলাকায় এসব ঘরবাড়ি অবৈধভাবে ফিলিস্তিনিরা তৈরি করেছিল।

সূত্র: পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ ইউনুস বিশ্বাস ৬ নভেম্বর, ২০২০, ৯:৩৮ পিএম says : 0
ফিলিস্তিনের জনগনের উপর জুলুম বন্ধ কর।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন