শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

করোনামুক্ত হলেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ৬:৩৫ পিএম

করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

গতকাল বৃহস্পতিবার চতুর্থবারের মতো তার নমুনা নেয় সিএমএইচ কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে রিপোর্ট আসে।

সাবেক মন্ত্রীর এপিএস মোহাম্মদ নুর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, রিপোর্ট নেগেটিভ আসায় তিনি আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন। তার সুস্থতা কামনায় দলমত নির্বিশেষে দেশে বিদেশে যারা দোয়া করেছেন, প্রার্থনা করেছেন নেতাকর্মীসহ তাদের সকলের জন্য তিনি দোয়া করছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পরিচর্যা ভোলার নয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিগগিরই হাসপাতাল থেকে ছুটি নিয়ে নির্দিষ্ট দিন কোয়ারেন্টিনে থাকবেন মোশাররফ হোসেন।

গত ৮ অক্টোবর করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম-১ আসনের এই সংসদ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন