শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

এবার মার্কিন পরমাণু সংস্থার প্রধানের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ৮:২৬ পিএম

পদত্যাগের খাতায় একে একে নাম লেখাচ্ছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এস্পারের পর এবার জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের প্রধান এবং পরমাণু জ্বালানি নিরাপত্তা বিষয়ক সহকারী মন্ত্রী লিসা গর্ডন হ্যাজারটি পদত্যাগ করেছেন। এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। তবে লিসার পদত্যাগের কারণ জানায়নি ট্রাম্প প্রশাসন।

গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) লিসা গর্ডন পদত্যাগপত্র জমা দেয়ার পরপরই তা কার্যকর করা হয়। তার স্থলে সংস্থার উপ-প্রধান উইলিয়াম বুকলেসকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। উইলিয়াম বুকলেস গত দেড় বছর ধরে এ সংস্থার উপ-প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। মার্কিন সিনেট ২০১৮ সালের ফেব্রুয়ারিতে লিসা গর্ডন হ্যাজারটিকে দায়িত্ব দেন। তিনি এ সংস্থার প্রথম নারী প্রধান হিসেবে কাজ করেন। তিনি জাতীয় পরমাণু নিরাপত্তার প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ড এবং সংস্থায় কর্মরত ৫০ হাজার কর্মীর কাজের মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। ২০০০ সালে প্রতিষ্ঠিত এনএনএস-এ হচ্ছে আধা-স্বায়ত্ত্বশাসিত সংস্থা যা মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের আওতায় কাজ করে। এই সংস্থা মার্কিন পরমাণু অস্ত্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে থাকে। পাশাপাশি সারা বিশ্বে পরমাণু নিরস্ত্রীকরণ বা এনপিটি বাস্তবায়নের দায়িত্বও তারাই পালন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন