ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারতীয় শাখার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেছে ব্যাঙ্গালোর শহরের পুলিশ। অ্যামনেস্টি ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ, তাদের আয়োজিত একটি কাশ্মীর বিষয়ক সেমিনারে ভারতের বিরুদ্ধে ও ভারতীয় সেনাদের বিরুদ্ধে লাগাতার শ্লোগান দেয়া হয়েছে। অ্যামনেস্টি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে গত দু’তিনদিন ধরেই ব্যাঙ্গালোরে তীব্র বিক্ষোভ করছে বিজেপি-র ছাত্র শাখা। গত মঙ্গলবারও তারা শহরের রাজপথে দোষীদের গ্রেপ্তারের দাবিতে তুমুল হাঙ্গামা হয়েছে। অনেকটা তাদের চাপের মুখেই ব্যাঙ্গালোরের পুলিশ অ্যামনেস্টি ইন্ডিয়ার বিরুদ্ধে দেশদ্রোহ-সহ আরো নানা অভিযোগে এফআইআর দাখিল করে। তবে অ্যামনেস্টি দাবি করছে, তাদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনার কোনো ভিত্তিই থাকতে পারে না। খবরে বলা হয়, অ্যামনেস্টি ইন্ডিয়াকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত গত শনিবার রাতে, যখন ভারত-শাসিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আলোচনার জন্য শহরে তারা একটি সেমিনারের আয়োজন করেছিল। সেমিনারের একজন বক্তা, কাশ্মীরের হিন্দু প-িত নেতা আর.কে. মাট্টু দাবি করেছিলেন ভারতীয় সেনার মতো সুশৃঙ্খল বাহিনী দুনিয়াতে কমই আছে। আর তার পরই সভাতে উপস্থিত কাশ্মীরি যুবকরা প্রতিবাদে ফেটে পড়েন, তারা কাশ্মীরের স্বাধীনতার দাবিতে শ্লোগান দিতে শুরু করেন। এই শ্লোগান দেয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর রবিবার থেকেই ব্যাঙ্গালোরে বিক্ষোভ করতে শুরু করে বিজেপির ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিদ্যার্থী পরিষদের নেতা সাকেত বহুগুণা বলছেন, অ্যামনেস্টি ও তাদের মতো আরও কিছু এনজিও বারবার এটাই বলে চলেছে কাশ্মীরে সব সমস্যার মূলে আছে ভারতীয় সেনা। তারা এমন একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে কাশ্মীরের মুসলিমরা সেনার হাতে নির্যাতিত। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন