সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইয়েমেনে হাসপাতালে হামলায় জোটের তদন্ত শুরু

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে হাসপাতালে বিমান হামলা চালানোর ‘রিপোর্টের’ তারা ‘নিরপেক্ষ’ তদন্ত শুরু করেছে। প্যারিসভিত্তিক ত্রাণ সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার (এমএসএফ) বলছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশে এমএসএফ সহায়তাপুষ্ট হাসপাতালে জোট বাহিনীর বিমান হামলায় ১১ জন নিহত ও ১৯ জনেরও বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে এমএসএফের একজন স্টাফও রয়েছে। জোটের গুরুত্বপূর্ণ অংশীদার ওয়াশিংটন এ হামলার নিন্দা জানিয়েছে। এর মাত্র ৪৮ ঘণ্টারও কম সময় আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত সা’দা প্রদেশের একটি স্কুলে বিমান হামলায় ১০ শিশু প্রাণ হারায়। বিমান হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় জোটের বিরুদ্ধে সমালোচনা তীব্র হওয়ায় তারা একটি তদন্ত দল গঠন করেছে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন