শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পরমাণু বোমার ধকল সহনীয় বাঙ্কার নির্মাণ করছে রাশিয়া

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পরমাণু বোমার ধকল সহনীয় উপযোগী করে গোপন বাঙ্কার নির্মাণ করছে রাশিয়া। ওয়েবসাইট ওয়াশিংটন ফ্রি বিকন মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করে বলেছে, সারা দেশে পরমাণু যুদ্ধ পরিচালনার উপযোগী করে অনেক ভূগর্ভস্থ কমান্ড সেন্টারও তৈরি করছে রাশিয়ার সামরিক বাহিনী। বিশ্লেষকরা মনে করছেন, এর মধ্যদিয়ে রাশিয়ার পরমাণু যুদ্ধপ্রস্তুতির গোপন তথ্য প্রকাশ করে দিল মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। বর্তমানে পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থার খাতে রাশিয়া শত শত কোটি ডলার সমপরিমাণ অর্থ ব্যয় করছে। মার্কিন জেনারেল কার্টিস স্ক্যাপাররোটি সম্প্রতি বলেছেন, এটি পরিষ্কার হয়ে উঠেছে যে রাশিয়া তার কৌশলগত বাহিনীকে আধুনিকীকরণ করছে। এ ছাড়া তিনি আরো দাবি করেন, রুশ সামরিক ডকট্রিনে বলা হয়েছে, প্রচলিত যুদ্ধেও কৌশলগত অস্ত্র ব্যবহার করা যাবে। অবশ্য কয়েক বছর আগে থেকেই বাঙ্কার তৈরির কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে রাশিয়া। রাশিয়ার সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং বাঙ্কার নির্মাণের এ সব কর্মসূচির ভিত্তিতে সব মিলিয়ে ধারণা করা হচ্ছে যে বড় আকারের পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটি। ওয়াশিংটন ফ্রি বিকন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন