উত্তর : এ অবস্থায় আকীকা দিতে হবে না। যদি সন্তানটি জীবিত হয়ে থাকে, কান্না বা শব্দ করে থাকে, এরপর মারা যায়, তাহলে একটি নাম রেখে দেওয়া উচিত। যেমন, আব্দুল্লাহ বা আব্দুর রহমান। কারণ, জীবিত সন্তান পিতামাতার জন্য আল্লাহর নিকট সুপারিশ করে থাকে। বয়স তার একদিন হোক বা আরও কম। হাশরের দিন তাকেও তার পিতার নাম ধরে ডাকা হবে। অমুকের ছেলে অমুক। অতএব একটি নাম রেখে দেওয়া চাই। কেউ আগে না রাখলে, পরেও একটি নাম দিয়ে দিতে পারে। তবে, এত অল্প সময় হায়াত পেলে আকীকার প্রয়োজন হয় না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন