মিসরের রাজধানী কায়রোর গুরুত্বপূর্ণ তাহরির স্কয়ারে এক ব্যক্তি গায়ে আগুন লাগিয়ে প্রতিবাদ করেছেন। দগ্ধ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। গতকাল বৃহস্পতিবারের এই ঘটনা নিয়ে সরকারের কোনও বক্তব্য পাওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, মোহাম্মদ হোসনি সড়কে হাঁটার সময় নিজেই ভিডিও ধারণ করছিলেন। এতে তিনি দেশের সিসি সরকারের দুর্নীতি নিয়ে অভিযোগ তুলে ধরছিলেন।
স্যুট ও টাই পরা হোসনি শরীরে আগুন লাগানোর আগে চিৎকার করতে থাকেন। ২০ মিনিটের ভিডিওটি ফেসবুকে লাইভ করা হয়। এতে তিনি বলেন, আমার দেশের জনগণ, বিশ্বের সবচেয়ে ধনী দেশ, বিশ্বের সবচেয়ে ভালো দেশ চোরদের হাতে। মিসরের ক্ষমতাসীনদের ইঙ্গিত করে তিনি আরও বলেন, তারা সবাই দুর্নীতিগ্রস্ত, তাদের সবাই চোর।
অপর এক ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তারক্ষী ও পথচারীরা দৌড়ে গিয়ে হোসনির দেহের আগুন নেভাতে চেষ্টা করছেন।
এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হোসনি সম্প্রতি ফৌজদারি মামলায় কারাভোগের পর ছাড়া পেয়েছেন। কিন্তু এর বেশি বিস্তারিত আর কিছু জানাননি ওই কর্মকর্তা। সূত্র : আল জাজিরা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন