শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

ঢাকা উত্তর আ.লীগের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ৮:৫৮ পিএম

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করে আওয়ামী লীগ।
কমিটিতে সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। ১১ জন সহ-সভাপতি হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এমপি, আসলামুল হক এমপি, আব্দুল কাদের খান, নাজিম উদ্দিন, জাহানারা বেগম,ওয়াকিল উদ্দিন, মফিজ উদ্দিন আহমদ, আনোয়ার হোসেন মজুমদার, হাজী বশির আহম্মেদ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান। যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব হাসান এমপি, মতিউর রহমান মতি, জহিরুল হক জিল্লু, আইন সম্পাদক আনিসুর রহমান (সাবেক মন্ত্রী সাহারা খাতুনের ভাতিজা), কৃষি ও সমবায় সম্পাদক মনির হোসেন, তথ্য ও গবেষণা মিনহাজুল ইসলাম মিজু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এসএম মাহবুব আলম, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দর বাপ্পী, ধর্ম সম্পাদক সুফী সুলতান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল মতিন হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি নাজমুল হাসান ভূইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা সম্পাদক এসএম তোফাজ্জল হোসেন, মহিলা সম্পাদক মুক্তিযোদ্ধা মেহেরুন নেসা মেরী, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল গাফ্ফার, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এম এ সাত্তার, শিল্প ও বাণিজ্য সম্পাদক খসরু চৌধুরী, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম মজনু, সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া সুলতানা পলি, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক কর্ণেল (অব.) কাণিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদকক আজিজুল হক রানা, মিজানুর রহমান মিজান, এবিএম মাজহার আনাম, সহ প্রচার সম্পাদক এম এ হামিদ, সহ দফতর আব্দুল আউয়াল শেখ, কোষাধ্যক্ষ ইঞ্জি. সালাম চৌধুরী।
কার্যনির্বাহি সদস্যরা হলেন, আমির হোসেন মোল্লা, কেরামত আলী দেওয়ান, এমএম রাজু আহমেদ, একেএম দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন, ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সাইফুল্লাহ সাইফুল, রফিকুল ইসলাম বেপারী, আব্দুল ওয়াসেক, আবুল কাশেম, ইমাজ উদ্দিন আহমেদ, শাহরুখ মিরাজ, রবিউল ইসলাম রবি, আবুল হাসনাত, আব্দুল গফুর মিয়া, এম এ মান্নান, এ এস এম সরোয়ার আলম, ইকবাল হোসেন তিতু, জাহাঙ্গীর আলম, ওবায়দুর রহমান, হিমাংশু কিশোর দত্ত, ফরিদ আহমেদ, সাইফুদ্দিন টিপু, ফয়েজ আহমেদ, নাসিমুল হক কুসুম, আফরোজা খন্দকার, আতাউর রহমান খান বোরহান, জয় সেন বড়–য়া, মহিবুল হাসান, আবু ইলিয়াস রব্বানী লিখন, মিজানুর রহমান চান, ফারুক মিলন, আব্দুল্লাহ আল মুনির মুকুল, কাজী সালাউদ্দিন পিন্টু।
উপদেষ্টা হিসেবে আছেন, কামাল আহমেদ মজুমদার এমপি, সাদেক খান এপি, আতিকুল ইসলাম আতিক, আকবর হোসেন খান পাঠান ফারুক এমপি, মুকুল চৌধুরী, শহিদুল্লাহ ভূইয়া, আবুল হাসেম চেয়ারম্যান, সফিউল্যাহ শফি, শেখ মুজিবুর রহমান, লিয়াকত আলী, হায়দার আলী খান, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, হাজী সুলতান হোসেন, আবুল কাশেম, অ্যাড. আবু হানিফ, নুরুন নাহার খান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন