নতুন করে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও। ফলে বিভিন্ন অঙ্গরাজ্যে নতুন করে কারফিউ এবং লকডাউন জারি করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। এদিকে, নতুন করে বিধি-নিষেধ আরোপের খবরে দেশজুড়ে টয়লেট পেপার হিড়িক পড়ে গেছে। ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্ক সর্বত্রই বিধি-নিষেধ জারি হয়েছে। আর এর জের ধরেই বিভিন্ন স্থানে টয়লেট পেপার কিনে দোকান-স্টোর খালি করে ফেলছে সাধারণ মানুষ। শুক্রবার ওয়ালমার্টের পক্ষ থেকে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় টয়লেট পেপার এবং পরিষ্কার সামগ্রী কেনার ধুম পড়ে গেছে। শুক্রবার বিকেলে দেশটির ২২টি অঙ্গরাজ্যে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংক্রমণের গতি রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ফলে বিভিন্ন শপ ও দোকান থেকে লোকজন প্রয়োজনীয় জিনিসপত্র কিনে জমা করতে শুরু করেছেন। সবকিছু বন্ধ থাকবে এমন আতঙ্ক থেকেই তারা এমনটা করছেন বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরের দোকানিরা রয়টার্সকে জানিয়েছেন যে, ওয়ালমার্ট এবং কস্টকো কস্ট. ও বিভিন্ন ধরনের জীবানুনাশকের ওপর মূল্যছাড় দিয়েছে। অ্যারিজোনার টুকসনের ৩১ বছর বয়সী হুইটলি হ্যাচার নামের এক কর্মকর্তা বলেন, ওয়ালমার্টে লাইজল জীবানুনাশক এবং টয়লেট পেপার আবারও শেষ হয়ে গেছে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন