শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৬৫ দিন অন্ধকারে থাকার প্রস্তুতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

আগামী ৬০ দিনের জন্য গত বৃহস্পতিবার সূর্যকে বিদায় জানালো যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উটকিয়াগভিক শহরের বাসিন্দারা। সেখানে প্রায় ৬০ দিনের বেশি সময় ধরে আর দেখা যাবে না সূর্য। সিএনএন’র একটি প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের এই শহরটি দক্ষিণ মেরুতে অবস্থিত হওয়ায় প্রায় ৬৫ দিন অন্ধকারের মধ্য থাকবেন সেখানকার বাসিন্দারা। এই অন্ধকারের সময়টি বলা হয় পোলার নাইট। মাত্র চার হাজার বাসিন্দার এই শহরের মানুষজন পরবর্তী ৬৫ দিনের জন্য অন্ধকারে থাকার প্রস্তুতি নিচ্ছেন। এই দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন অবস্থাকে ‘পোলার নাইট’ বলা হয়। মেরু অঞ্চলের কাছাকাছি অবস্থান হওয়ায় দীর্ঘতম রাত্রির আঁধারের তলিয়ে যায় হিমশীতল শহর আলাস্কা। গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১:৩০ নাগাদ শেষবারের জন্য সূর্যকে দেখা গেল আলাস্কার ছোট্ট প্রান্তবর্তী শহর উটকিয়াগভিকে। উটকিয়াগভিক শহরটির পূর্ববর্তী নাম ছিল ‘ব্যারো’। এর অবস্থান আর্কটিক সার্কেল থেকে ৩২০ মাইল দূরে। মেরু অঞ্চলে যেমন ৬ মাস স্থায়ী হয় রাত, এখানের অবস্থা অবশ্য তেমন নয়। কিন্তু ৬৬ দিনের দীর্ঘ অন্ধকারযাপন নেহাত কম কি? দিনের ২৪ ঘণ্টাই সূর্য বেশ কয়েক ডিগ্রী নিচে থাকে দীগন্ত রেখার। কাজেই দিনের বেলাতে উষ্ণতা বাড়লেও তা নিতান্তই সামান্য। সমগ্র শহরই যেন ডুবে যায় হিমশীতল রেফ্রিজারেটরের মধ্যে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ছুঁতে পারে না শূন্য ডিগ্রি সেলসিয়াসকে। যতদ‚র চোখ যায় শুধু সাদায় সাদা, বরফ আর বরফ। আলাস্কার আবহাওয়া দপ্তরের মতে, আবার তার দেখা মিলবে সেই জানুয়ারি মাসে। ২৩ জানুয়ারি বেলা ১টা ১৬ মিনিটে হবে সূর্যোদয়। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন