শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মানবিক সহায়তা কার্যক্রম সাময়িক বন্ধ

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সিরীয় পরিস্থিতির বাস্তবতা নিয়ে বিশ্বনেতাদের বার্তা দিতে চায় জাতিসংঘ
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। বিমান হামলায় প্রাণে বেঁচে যাওয়ার পর হতভম্ব ও রক্তাক্ত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সের পেছনের আসনে বসে থাকা সিরীয় শিশু ওমরানের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যে মানবিক সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দিল জাতিসংঘ। জেনেভায় বৈঠক শেষে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত স্টিফান দি মিস্তোরা বলেন, গত কয়েক মাসে অনেক চেষ্টা করেও সংঘর্ষকবলিত অনেক অঞ্চলে প্রবেশ করতে পারেননি তারা। তাই বিশ্বনেতাদের বার্তা দিতে আগামি সপ্তাহের আগ পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম বন্ধ রাখা হবে।
স্টিফান বলেন, আমরা দুই পক্ষের (সরকার ও বিদ্রোহী পক্ষ) মানবিকতা আশা করছি। মহাসচিবের পক্ষ থেকে সহায়তা কর্মসূচি সাময়িক বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করছি। মিস্তোরার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট খবরটি নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, অব্যাহত হামলা চলমান থাকায় বিশ্বনেতাদের একটি বার্তা দিতে আগামী সপ্তাহ পর্যন্ত এই সহায়তা কার্যক্রম বন্ধ রাখা হবে। উল্লেখ্য, গত বুধবার আলেপ্পো শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় আহত শিশুদের একজন ওমরান দাকনিশ। বিমান হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া শিশুটির এক ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ওই ছবিতে দেখা যায়, ওমরানের মাথা থেকে হাঁটু পর্যন্ত ধুলোতে ভরে গেছে। হামলায় ওমরান এতটা স্তব্ধ হয়ে পড়েছে যে তার কপাল থেকে যে রক্ত ঝরছে সেদিকে তার খেয়ালই নেই। ছবিটি ইন্টারনেটে ভারইরাল হয়। তুরস্ক উপকূলে ভেসে ওঠা সিরীয় শরণার্থী শিশু আয়লানের মতো ওমরানও যেন আরেক বিপন্ন মানবতার প্রতীক হয়ে ওঠে। ওমরানের ওই ছবি প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় সিরিয়ায় মানবিক সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দিলো জাতিসংঘ। ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, বুধবার মানবিক সহায়তা সংক্রান্ত এক বৈঠক ৮ মিনিটের মাথায় সমাপ্ত ঘোষণা করেন মিস্তোরা। সে সময় তিনি হতাশা প্রকাশ করে বলেন, যখন অব্যাহত হামলা একটুক্ষণের জন্যও বন্ধ করা যাচ্ছে না তখন আমাদের এসব কাজের কোনও মানে হয় না। বিবিসি, রয়টার্স, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন