ইরানের বিমান ঘাঁটি ব্যবহারে জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘন হয়নি : ল্যাভরভ
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানে ইরাকের আকাশ ব্যবহারের জন্য শর্ত সাপেক্ষে রাশিয়াকে অনুমতি দেয়া হয়েছে। রাজধানী বাগদাদে গত বুধবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। এদিকে সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে রাশিয়ার ইরানি বিমানঘাঁটি ব্যবহার করে জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘন করা হয়নি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘনের যুক্তরাষ্ট্রের অভিযোগ আনার একদিন পরই এই মন্তব্য করেন তিনি। বার্তা সংস্থাগুলো বলছে, সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালাতে ইরাকের আকাশ ব্যবহারের জন্য রাশিয়াকে অনুমতি দেয়া হয়েছে। এ প্রসঙ্গে গত বুধবার ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেন, কিছু শর্ত সাপেক্ষে ইরাকি আকাশ রাশিয়ার জন্য খুলে দেয়া হয়েছে। তবে ইরাকের আকাশ দিয়ে রকেট যাওয়ার বিষয়ে রাশিয়ার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি বলে জানান তিনি। সিরিয়ায় হামলা চালানোর জন্য সীমান্তবর্তী আকাশপথ রুশ বিমানগুলো ব্যবহার করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আল-আবাদি বলেন, রুশ বিমানগুলো ইরাকি শহরের ওপর নিয়ে চলাচল করবে না। এ সময় তিনি আরো জানান, সিরিয়ায় বেসামরিক লোক হতাহত এড়ানোর লক্ষ্যে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুবিধা করে দিতে রাশিয়ার সব ধরনের অনুরোধ শোনা হবে। এদিকে রাশিয়া গত মঙ্গলবার প্রথমবারের মতো ইরানের হামেদার বিমানঘাঁটি ব্যবহার করে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। ওই দিনই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ইরানের ঘাঁটি ব্যবহার করে হামলার কথা স্বীকার করে। সে সময় বিবৃতিতে জানানো হয়, ইরান থেকে সিরিয়ার আলেপ্পো, দেইর আজ-জৌর ও ইদলিবে আইএসের বেশ কয়েকটি অবস্থানের ওপর বিমান হামলা চালানো হবে। রাশিয়ার ওই হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেছিলেন, ইরানের বিমানঘাঁটি ব্যবহার করে রাশিয়া সম্ভবত জাতিসংঘ প্রস্তাবনা ২২৩১ লঙ্ঘন করেছে। ওই প্রস্তাবনা অনুযায়ী, স্বাক্ষরকারী কোনো দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পূর্ব অনুমতি ছাড়া ইরানকে কখনো যুদ্ধবিমান সরবরাহ, বিক্রি বা স্থানান্তর করতে পারবে না। তিনি আরো বলেন, রাশিয়ার ইরানি বিমানঘাঁটি ব্যবহারের বিষয়টি আমেরিকার কাছে দুঃখজনক হলেও, বিস্ময়কর বা অপ্রত্যাশিত ছিল না। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ওই অভিযোগ অস্বীকার করে গত বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস’কে দেয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ইরানের কাছে কোনো যুদ্ধবিমান সরবরাহ, বিক্রি বা স্থানান্তর করা হয়নি। তিনি আরো বলেন, সিরিয়ার সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের জন্য ইরানের অনুমতি নিয়েই দেশটির বিমানঘাঁটি ব্যবহার করেছে রুশ বিমান। এদিকে বুধবার দ্বিতীয় দিনের মতো ইরানি ঘাঁটি ব্যবহার করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এসইউ-৩৪ যুদ্ধবিমানগুলো ইরানের হামাদান বিমানঘাঁটি থেকে সিরিয়ায় হামলা চালিয়েছে। সিরিয়ার দেইর আজ-জৌর প্রদেশে আইএসের প্রশিক্ষণকেন্দ্র ও পরিচালনা ফাঁড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। এ সময় আরো জানানো হয়, বুধবারের ওই হামলায় কমপক্ষে ১৫০ জন আইএস সদস্য নিহত হয়েছে। আল-জাজিরা, বিবিসি, প্রেসটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন