শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অরুন্ধতী রায়ের জন্মদিনে তাকে ‘দুর্দান্ত অভিনেত্রী’ আখ্যা দিলেন নোবেলজয়ী অভিজিৎ দম্পত্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ৭:২১ পিএম

ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়ের জন্মদিনে তাকে ‘দুর্দান্ত অভিনেত্রী’ আখ্যা দিলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী ফরাসি বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ এস্তার দুফলো। আজ মঙ্গলবার অরুন্ধতী রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জিটিভিতে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে একথা বলেন। অভিজিৎ বলেন, আমি অরুন্ধতী রায় অভিনীত ‘ম্যাসেই সাহিব’ নামের সেই মুভিটি দেখে অভিভূত। এক উপজাতি তরুণীর চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করেছেন। -জিটিভি

দুফলো বলেন, অরুন্ধতী রায় ২০০০ সাল থেকে কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের একজন বিচারক। তার এ পরিচয়ই বলে দেয় তিনি কতোটা সিনেমাবোদ্ধা। অরুন্ধতী রায় ১৯৬১ সালের ২৪ নভেম্বর ভারতের আসাম রাজ্যের শিলংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে চিত্রনির্মাতা প্রদীপ কৃষাণের সাথে পরিচয় হয় অরুন্ধতীর। সেসময় নিজের নির্মিত একটি চলচ্চিত্রে অরুন্ধতীকে একটি চরিত্র দেন প্রদীপ। ‘ম্যাসেই সাহিব’ নামের সেই ছবিটি বেশ কিছু পুরস্কারও পায়। পরবর্তীতে অরুন্ধতী আর প্রদীপ কৃষাণ বিয়েও করেছিলেন। তাদের মিলিত প্রচেষ্টায় ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে একটি টিভি সিরিজ, ‘ইন হুয়িচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ ও ‘ইলেকট্রিক মুন’ নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেন। দ্য গড অব স্মল থিংস উপন্যাসের জন্যে ১৯৯৭ সালে বুকার পুরস্কার লাভ করেন অরুন্ধতী। ২০০৩ সালে ‘আপকো প্যাহলে ভি কাহি দেখা হ্যায়’ ছবিতে অভিনয় করেন তিনি। প্রথমটির জন্যে সেরা চিত্রনাট্যকার হিসেবে জাতীয় পুরস্কার পান অরুন্ধতী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন