রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানকে ৬৩৪ কোটি টাকা দেবে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

আগামী দুই বছরে আফগানিস্তানকে ৭৫ মিলিয়ন ডলার দেবে তুরস্ক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৬৩৪ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা। মঙ্গলবার জেনেভায় আফগানিস্তান কনফারেন্সে এ অর্থ সহায়তার ঘোষণা দেয় তুরস্ক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেনেভার এ সম্মেলনে অংশ নেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক হাকান তেকিন। তিনি বলেন, প্রকল্পের আলোকে আফগান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দেশটিকে ৭৫ মিলিয়ন ডলার দেবে তুরস্ক। হাকান তেকিন বলেন, আফগানিস্তানের শান্তি ও উন্নয়নের জন্য তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে। তিনি বলেন, বার্থ ক্লিনিক, শিক্ষা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও মসজিদগুলিকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। ফলে আমরা জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির জন্য আমাদের আহবানের পুনরাবৃত্তি করছি। আনাদোলু এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন