বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজনীতি

ধোবাউড়ায় রবি শস্যের বীজ বিতরণ করেছেন প্রিন্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১০:৩৬ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষ্যে ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে কৃষকদের মাঝে রবি শস্যের বিভিন্ন বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে কৃষকদের মাঝে রবি শস্যের বীজ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি ধোবাউড়া সদর ইউনিয়নের কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্য ইউনিয়নে বিতরণের জন্য বিএনপির নেতৃবৃন্দের হাতে বীজ তুলে দেয়া হয়।

বীজ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সংক্ষিপ্ত বক্ত্যব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, তারেক রহমান বাংলাদেশের চারণ রাজনীতিবিদ।

তৃণমূলকে সংগঠিত, শক্তিশালী,ক্ষমতায়িত ও স্বনির্ভর করতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন, সহযোগিতা করেছেন উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করেছেন।

এজন্য শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার মতই দেশী-বিদেশী ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে তারেক রহমানকে।

তিনি বলেন, তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমেই জনগণের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।

বাংলাদেশের রাজনীতি থেকে কেউ তাঁকে নির্মুল করতে পারবে না। যারা এ কাজ করতে যাবে, তারাই নির্মুল হয়ে যাবে।

তারেক রহমানের দীর্ঘায়ু, সাফল্য কামনা করে প্রিন্স বলেন, তারেক রহমান অচিরেই ফিরে এসে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ।

ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন এর পরিচালনায়

অনুষ্ঠানে বিএনপি নেতা আবদুল কুদ্দুস, আবুল কাশেম ডলার, আবদুস শহীদ, গাজীউর রহমান, নয়ন মন্ডল,

সিদ্দিক হোসেন, শাহজাহান মেম্বার, আবদুল মতিন, কসম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন