শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

বগুড়ার শাহজাহানপুরে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১০:৩৭ এএম

সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে শাজাহানপুর দলীয় কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এই কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।

সংগঠনের বগুড়া জেলা আহবায়ক খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় সংগঠনটির সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বগুড়া ও শাজাহানপুরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসেবে মামুন হাসান বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানকে হৃদয়ে ধারণ করে

দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করবে, ইনশাআল্লাহ্।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন