যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক আক্রমণের ব্যাপারে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেবে এই মারণাস্ত্রটি
ইনকিলাব ডেস্ক : বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্রের উন্নয়ন নিয়ে ধারাবাহিক গবেষণার অগ্রগতির বিদ্যমান পর্যায়ে বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধির দেশ চীন এবার ক্ষেপণাস্ত্রের সাথে বুদ্ধিমত্তা যোগ করার জটিল কাজে হাত দিয়েছে। এধরনের পরিকল্পনা সফল হলে চীনের সম্ভাব্য সেই ক্ষেপণাস্ত্র শত্রু চিনে তাকে প্রয়োজন মতো ঘায়েল করতে পারবে। একাডেমি অব চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড কর্পোরেশন তৈরি করতে যাচ্ছে অতি উচ্চমাত্রার বুদ্ধিমত্তাসম্পন্ন মডিউলার ডিজাইনের ক্রুজ ক্ষেপণাস্ত্র। যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক পরিস্থিতি অনুসারে আক্রমণের ব্যাপারে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেবে এই অস্ত্রটি। সংস্থাটির জেনারেল ডিজাইন বিভাগের পরিচালক ওয়াং চ্যাংকিং গত বৃহস্পতিবার চায়না ডেইলিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। চ্যাংকিংয়ের মতে, ভবিষ্যতে রণক্ষেত্রে অনেক অর্থসাশ্রয়ী, নমনীয় এবং বহু উপায়ে ব্যবহারোপযোগী অস্ত্র প্রয়োজন হবে। এই লক্ষ্যকে সামনে রেখেই এমন প্রকল্পে হাত দিয়েছেন তারা। ক্রুজ মিসাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করার জন্য চীনের প্রকৌশলীরা বেশ কয়েক বছর ধরে গবেষণা করে আসছেন। এ বছর বেইজিংয়ে হিউয়িং ফোরামের সম্মেলনে প্লাগ অ্যান্ড প্লে অ্যাপ্রোচের এক বিশেষ ধরনের মডিউলার ক্রুজ মিসাইল তৈরির পরিকল্পনার কথা বলা হয়েছিল। মডিউলার ডিজাইনের কোন যন্ত্রে যন্ত্রাংশগুলো সহজে খোলা যায় এবং সেগুলো ভিন্ন ভিন্ন উপায়ে জোড়া লাগিয়ে একই যন্ত্রাংশকে অনেক কাজে ব্যবহার করা যায়। ফোরামের আলোচনায় মনুষ্যবিহীন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত যুদ্ধাস্ত্র তৈরির উপরও জোর দেয়া হয়েছিল। মডিউলার ডিজাইনের মিসাইলের ধারণাটি এই প্রথম নয়। গত বছর প্যারিসে অনুষ্ঠিত আকাশযান শোতে ইউরোপীয় মিসাইল উৎপাদনকারী সংস্থা এমবিডিএ এই ডিজাইনের কিছু রেপ্লিকা মিসাইল প্রদর্শন করেছিল। চায়না ডেইলি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন