শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মিয়ামিতে জিকা ভাইরাস আক্রান্ত ৫ রোগীর সন্ধান

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামির পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকতে জিকা ভাইরাস আক্রান্ত নতুন পাঁচ রোগীর সন্ধান পাওয়া গেছে। মিয়ামির গভর্নর রিক স্কট জিকা ভাইরাসের নতুন এ এলাকার খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন করে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছে, যে এলাকায় নতুন করে জিকায় আক্রান্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ফ্লোরিডা অঙ্গরাজ্যে এ পর্যন্ত মোটি ৩৬ জন জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এ ভাইরাস মশা ও যৌনবাহিত। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, মিয়ামি সমুদ্র সৈকতের ৩ দশমিক ৯ কিলোমিটার এলাকাজুড়ে জিকা ভাইরাসের নতুন এলাকার সন্ধান পাওয়া গেছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন