শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সরীসৃপদের মহাসড়ক পারাপারে ইকো সেতু ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারতের পর্বতময় উত্তরাখন্ড রাজ্যের বন কর্মকর্তারা সরীসৃপ ও অন্যান্য ছোট প্রাণীদের বনের ভিতর দিয়ে যাওয়া ব্যস্ত মহাসড়ক পারাপারের জন্য একটি সেতু গড়ে দিয়েছেন। বাঁশ, পাট ও ঘাস দিয়ে তৈরি ৯০ ফুট দৈর্ঘ্যের এই সেতুটির নাম রাখা হয়েছে ‘ইকো সেতু’; এটিই এ ধরনের প্রথম সেতু বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। উত্তরাখÐের জনপ্রিয় পর্যটন গন্তব্য নৈনিতালের পথে এই সড়কটিতে দ্রæতগামী গাড়ির নিচে চাপা পড়ে বহু প্রাণী মারা যায়। প্রাণীদের এই সেতুটির দিকে আকর্ষিত করতে কর্মকর্তারা এখন লতা ও ঘাস লাগাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। রাজ্যের একজন বন কর্মকর্তা চন্দ্র শেখর জোশি বলেছেন, “এই মহাসড়কে পর্যটকদের গাড়ির নিচে পড়ে বহু সরীসৃপ ও অন্যান্য প্রাণী মারা যায়।” তিনি জানান, প্রাণীদের চলাফেরা নিরীক্ষণ করার জন্য কর্মকর্তারা সেতুটির উভয়পাশে ক্যামেরা বসিয়েছেন। এখন সেতুটিই একটি পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। এর নিচ দিয়ে যাওয়ার সময় বহু পর্যটক গাড়ি থামিয়ে সেতুটির ছবি নিচ্ছেন ও সেতু পেছনে রেখে সেলফি তুলছেন। সেতুটি দ্রæতই প্রাণীদেরও আকর্ষণ করতে সক্ষম হবে, এমনটিই আশা করছে উত্তরাখÐ বন বিভাগ। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন